রাঙামাটিতে মুখে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিজয় চাকমা (৬৬)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির মগবানে বিজয় চাকমা (৬৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি সদর উপজেলাধীন ০২নং মগবান ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকাধীন কাপ্তাই টু আসামবস্তী সড়কে কামিলাছড়ি তিমুর সড়ক নামক স্থানের আগর বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে লাশের পাশে পড়ে থাকা এনআইডি কার্ড থেকে জানা গেছে বিজয় চাকমা-৬৬, পিতাঃ মৃত সূনীতি বিকাশ চাকমা, গ্রামঃ খুব্বাং পাড়া, ১৪৯ নং গুইছড়ি, ডাক+থানাঃ বরকল, জেলাঃ রাঙ্গামাটি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।