রাঙামাটিতে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙামাটি প্রতিনিধি: গভীর রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে আকস্মিক আগুনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার সময় আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কিন্তু তার আগেই দুইটি ফার্মেসী সহ প্রায় ১০টি দোকান সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে যায়। এতে করে অন্তত কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।

জানাগেছে, গভীর রাতে সর্বত্রই মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় রাত তিন টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় পৌনে এক ঘন্টা সময়ব্যাপী আগুন জ্বলতে থাকে।

রাত চার টার সময় রাঙামাটি র ফায়ার সার্ভিসের জরুরী কক্ষে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, তাদের টিম ফিরে না আসা পর্যন্ত ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।