রাউজান পৌরসভায় আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত

রাউজান পৌরসভায় আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভায় আরবান ডেমোনস্ট্রেটর টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন নেদারল্যান্ডস সরকারে আইএইচই ডেলফ্ট, সিইজিআইএস এবং এসিএল কর্মকর্তা অধ্যাপক ক্রিস জেভেনবারজেন, এড. সামি ডাব্লিউ চৌধুরী ও ডক্টর ফারহানা।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,প্যানেল মেয়র-২ এড. সমীর দাশগুপ্ত,পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর শওকত হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ প্রমুখ।

সভায় প্রকল্প উপস্থাপনা ও স্টেকহোল্ডার প্রশ্নোত্তরসহ মডেল পৌরসভা গঠনের নানান বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

সভা শেষে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল রাউজান পৌরসভার স্থাপিত পৌরসভার প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনার পুনঃপ্রক্রিয়াজাত করণ প্রকল্প পরিদর্শন করেন।