রাউজানে সৈয়দ দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ:)’র বার্ষিক ওরশ সম্পন্ন

রাউজানে সৈয়দ দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ:)'র বার্ষিক ওরশ সম্পন্ন
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: রাউজানে গাউসুল আজম মাইজভান্ডারী শাহ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)’র খলিফা শাহ সূফি সৈয়দ বেলায়েত আলী মাইজভান্ডারী (রহ.) ও তাঁর শাহাজাদা আওলাদ, শাহ সূফি মাওলানা সৈয়দ দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী গাউসিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে ফারুকী দরবার শরীফের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল বিনামূল্যে কর্ণছেদন, পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, মিলাদ-মাহফিল, মাজার শরীফ জিয়ারত, মুশায়েরা মাহফিল, আখেরী মোনাজাত ও তবররুক বিতরণ।

ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও পাহাড়তলী গাউসিয়া মুহাম্মাদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা সৈয়দ মুহাম্মদ রফিক উদ্দিন ফারুকী (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন আল্লামা গাজী শেরে বাংলা (রহ:)’র দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আমিনুল হক আল কাদেরী (মাজিআ)। উদ্বোধক ছিলেন হযরত মাওলানা এমরান হোসেন মাছুম আলকাদেরী।

শাহাজাদা সৈয়দ জিয়াউল হোসাইনের সঞ্চালনায় আলোচক ছিলেন আল্লামা কাজী মাহমুদুল হক আল কাদেরী, আল্লামা জালাল উদ্দীন আল কাদেরী, আল্লামা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা সৈয়দ হাসান মুরাদ আলকাদেরী, মাওলানা কাজী শওকত উদ্দীন আল কাদেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস করিম।

দরবারের শাহাজাদা সৈয়দ কোব্বাত উদ্দিন ফারুকী, সৈয়দ জিয়াউল হাসান, শাহাজাদা মো.মামুনের তত্ত্বাবধানে এতে অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুর নবী, পাহাড়তলী ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ ফজলে আকবর, সহ সভাপতি হাজী মুহাম্মদ মমতাজ মিয়া, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ইউপি সদস্য সালাউদ্দিন চৌধুরী, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম রুবেল, মাওলানা মুহাম্মদ আবদুল করিম চৌধুরী, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা আবদুল হালিম, চিকিৎসক মারুফ হোসেন, রায়হান উদ্দিন ফারুকী, মাওলানা আবদুল্লাহ্ আল মাছউদ।

এসময় বক্তারা বলেন, ইসলামের সঠিক রূপরেখা, সূফিবাদ ও সুন্নিয়ত প্রচার প্রসারে হযরত দ্বীন মোহাম্মদ ফারুকী (রহ) এর অবদান চিরস্মরণীয়। তাঁর সুযোগ্য আওলাদ কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

গাউসিয়া শায়ের কাফেলার পরিবেশনায় মুশায়েরা মাহফিলে সংগীত পরিবেশন করেন শায়ের মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের আলকাদেরী, শায়ের সৈয়দ আবু বক্কর কাদেরী, সৈয়দ তওহীদুল ইসলাম কাদেরী, সৈয়দ তওসিফ রেজা কাদেরী, শায়ের মাওলানা আবদুল কাদের, মাওলানা আবু নাসের, শায়ের মিনহাজ সহ অনেকে।

ওরশ শরীফ সফল করতে সার্বিক সহযোগিতা করেন গাউসিয়া আহমদিয়া হক ইনষ্টিটিউশনের কর্মকর্তা মো.জমির উদ্দিন, মমতাজুল হক, সৈয়দ মো.জাহেদ, মো.জামাল, মো.মনছুর চৌধুরী, জুনায়েদ, মো.সাইফু, মো.ইদ্রিস, আবদুল কুদ্দুস, পিন্টু, মো.লাভলু, ইসমাইল সূফী, আবদুর রহিম, মো.রুবেল, মো.রাকিব প্রমুখ।