রাউজানে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (২২ মে ) সকাল ১১ টায় রাউজান উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ,সেবাপ্রার্থীগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মার্ট ভূমি সেবা প্রদান কার্যক্রমের ব্যাপক প্রচার ও ঘরে বসে ভূমি সেবা নিতে জনসাধারণের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় রাউজান উপজেলায় উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৩। আগামী রবিবার (২৮ মে) পর্যন্ত এই বিশেষ সেবা প্রদান কার্যক্রম চলবে।

রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে অনেকটা পথ এগিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সকল সেবা মানুষ ডিজিটালি পাচ্ছে।এই ডিজিটাল সেবা প্রদান কার্যক্রমকে আরো স্মার্ট করতে উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন গ্রহণ, শতভাগ ফি অনলাইনে আদায়, অনলাইনে খতিয়ান প্রদান, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top