রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে তিনটি পরিবারের একেবারে নিঃস্ব হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ১১ টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়ার নারায়ন প্রসাদ নাথের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন শচিন্দ্র লাল নাথের ছেলে রূপায়ন কান্তি নাথ,মৃত সজল নাথ(বাপ্পী) স্ত্রী রুমা দেবী ও মৃত বিনোদ বিহারী নাথের ছেলে স্বপন নাথ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন চৌধুরী অভি বলেন, রূপায়ন কান্তি নাথের রান্না ঘরের লাকড়ি চুলা হতে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারে নি। স্থানীয়রা ঝাপিয়ে পড়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও রাত সাড়ে ১২টার দিকে কালুরঘাট ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া। তিনি জানান, অগ্নিকান্ডে তিনটি কাঁচা বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা। আগামীকাল (শুক্রবার) ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল ও পরবর্তীতে ঘর তৈরিতে টিন প্রদান করা হবে।