রাউজানে ভিজিডি উপকারভোগী ৭৪ দুস্থ মহিলা পেলেন সঞ্চয়ের টাকা

রাউজানে ভিজিডি উপকারভোগী ৭৪ দুস্থ মহিলা পেলেন সঞ্চয়ের টাকা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: রাউজানে নোয়াজিষপুর ইউনিয়নের মাসিক ভিজিডি কর্মসূচীর আওতায় উপকারভোগী ৭৪ জন দুস্থ মহিলা পেলেন সঞ্চয়ের টাকা।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়নের নতুনহাটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের আউটলেটের ব্যবস্থাপনায় আউটলেট কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভিজিডি ২০২১-২০২২ চক্রের মেয়াদপুর্তিতে উপকারভোগীদের জমাকৃত মোট সঞ্চয়ের টাকা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সঞ্চয়ের টাকা প্রদানের উদ্বোধন করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোহাম্মদ তকির হাট শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোরশেদুল আলম, নোয়াজিষপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নতুনহাটস্থ আউটলেটের পরিচালক মোরশেদুল আলম চৌধুরী, ব্যাংক কর্মকর্তা সরোয়ার হোসেন, আহমদ উল্লাহ হিরা, মাহমুদা সুলতানা, আইরিন আক্তার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ হোসেন ও সহকারি সচিব মিজানুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী জিয়াউর রহমান, শফিউল বশর, শওকত ওসমান চৌধুরী, রেহানা আক্তার, জিন্নাত আরা, রোকসানা আকতার, কুতুবউদ্দিন, তাজউদ্দীন, সোলেমান, মুহাম্মদ মঞ্জু প্রমুখ।