রাউজানে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তি অর্থদন্ড,একদিনের মধ্যে ভরাটকৃত বালু সরানোর নির্দেশ

নোয়াপাড়ার কচুখাইনে পুকুর ভরাটেরস্থলে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে একটি প্রাচীন পুকুর ভরাটের দায়ে আকবর হোসেন নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের  ৮ নম্বর ওয়ার্ডের কচুখাইন গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুকুর ভরাটের জড়িত আকবর হোসেন নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। তিনি কোন প্রকারের অনুমতিপত্র ছাড়া অবৈধ উপায়ে পুকুর ভরাটের অপরাধ স্বীকার করেন। পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে আগামীকালের মধ্যে ভরাটকৃত বালু সরানোর মুচলেকা নেওয়া হয়। মুচলেকা অনুযায়ী বালু সরানো না হলে পরবর্তীতে আবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলায় স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদসহ আরো ১০-১২ জনের বিরুদ্ধে প্রাচীন এই পুকুরটি ভরাটের অভিযোগ করেন স্থানীয়রা। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার ইউপি সদস্য মো. খোরশেদকে আসামী করে মামলা দায়ের হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম।