
রাউজান প্রতিনিধি: রাউজানের আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের স্কুল প্রাঙ্গনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে এই সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।
স্কুলের রেক্টর মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন দে, ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ, ঊনসত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্নাতুর নাহার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক নুর উদ্দিন চৌধুরী ও একাডেমিক কাউন্সিলর উজ্জ্বল মুৎসুদ্দি সম্পু।
স্কুলের মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর সাইফুর রহমান, সহকারী শিক্ষক নিশি বড়ুয়া, তাসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের পরিচালক সিরাজুল ইসলাম মজুমদার। সভায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীসহ মেধা তালিকায় সর্বমোট ৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ‘যেমন খুশি তেমন সাজ’ সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভা শেষে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সংগীত, ইসলামী সংগীত, আবৃত্তিসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণ মাতিয়ে তোলেন।