রাউজানে পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী সভা

রাউজানে পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী সভা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: রাউজানে পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী সভা এবং পবিত্র মিরাজুন্নবী (দ:) ও খাজা গরীবে নেওয়াজ (রহ.) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় মাদ্রাসার হল রুমে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য, চট্টগ্রাম জেলার সেরা তরুণ করদাতা সমাজ হিতৈষী ওমান প্রবাসী ব্যবসায়ী শেখ নবী।

উদ্বোধক ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাজী মোহররম আলী।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন কাদেরী।মাদ্রাসা পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জসীম উদ্দিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার ও সচিব আলহাজ্ব মাওলানা বশির উদ্দিন আহমদী।

বিশেষ অতিথি বক্তা ছিলেন মাদ্রাসার মুদাররিস মাওলানা আব্দুস ছালাম, মুন্সি কাবিতাং জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন বদরী।

বিশেষ অতিথি ছিলেন ডা. একেএম হেদায়েতুল করিম,রেজাউল করিম চৌধুরী (বাচা),আবদুল করিম চৌধুরী (বাবু), এমদাদুল হক, হাজী তাহের হোসেন, কাশেম সওদাগর, কামাল উদ্দিন, এনামুল হক তালুকদার, মনির উদ্দিন চৌধুরী খোকন, হানিফ চৌধুরী, মো. আসিফ চৌধুরী টিপু প্রমুখ।

সভায় শ্রেণীমানুসারে মেধা তালিকা ১৫ জন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৬৫জন শিক্ষার্থী পুরস্কার তুলে দেওয়া হয়।