রাউজানে পরিত্যক্ত চায়ের দোকান হতে অজগর উদ্ধার

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে একটি পরিত্যক্ত চায়ের দোকান হতে অজগর সাপ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামের বাঁশির বাপের বাড়ির মণ্ডপ সংলগ্ন একটি পরিত্যক্ত চায়ের দোকান হতে এই অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন তালুকদার সাজ্জাদ জানান,মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন পরিত্যক্ত চায়ের দোকানে অজগর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি বিষয়টি ইউএনওকে জানায়। পরে উপজেলা হতে লোক এসে বিকাল সাড়ে ৫টার দিকে অজগরটি উদ্ধার করে নিয়ে নিয়ে যায়। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট।

রাউজান বন কর্মকর্তা (ঢালা বিট কাম চেক স্টেশন অফিসার) পল্লব কুমার সাহা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শহর হতে সাপ উদ্ধার কাজে নিয়োজিত লোক এনে ( স্নেক রেসকিউ টিম) সাড়ে ৫টার দিকে অজগরটি উদ্ধার করি। পরে প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় পাহাড়ে অজগরটি ছেড়ে দেওয়া হয়। গত জানুয়ারি হতে এই পর্যন্ত লোকালয় হতে ৫টি অজগর উদ্ধার করেছি।

Scroll to Top