
রাউজান প্রতিনিধি: রাউজানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হারপাড়া ক্লাস্টারের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পূর্ব উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কশ্যপ সরকার ও দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা আচার্য্যের পরিচালনায় প্রতিযোগীতায় হারপাড়া ক্লাস্টারধীন ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, বল নিক্ষেপ, অংক, নৃত্য, গান, উপস্থিত বক্তব্য, আবৃত্তি, একক অভিনয়, চিত্রাংকণসহ নানান প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে শিক্ষার্থীরা পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভোজন উৎসবে যোগ দেন। পরবর্তীতে পটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ ডা: ফজল করিম বাবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস।
পটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, হারপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন জসু, এফবিসিসিআই এর সদস্য ও বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এ্যাসোশিয়েশন সাধারণ সম্পাদক মো. ফজল কাদের, মোকামি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাফিজুুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওসমান গণি, আলহাজ্ব মোহাম্মদ শফি, সাজ্জাদ হোসেন দুলু, আলহাজ্ব আব্দুল মান্নান সহ আরো অনেকেই।