রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে স্কুল ব্যাগ পেলেন ১০৩ শিশু শিক্ষার্থী।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের উদ্যোগে বিভিন্ন স্কুল-মাদ্রাসার ১০৩জন শিশু শিক্ষার্থীকে এই ব্যাগ প্রদান করা হয়।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার প্রমুখ।