রাউজান প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা স্লোগানকে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাউজানে ৪৫নং ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, শাপলা কার অ্যাওয়ার্ড, বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল হাকিম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক তালুকদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস, সমাজ হিতৈষী লোকমান হাকিম চৌধুরী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, রাউজান হাকিম যুব সমিতির সভাপতি মো. নওশদ চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী (হাসান), বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ সভাপতি মোহাম্মদ ফোরকান, লায়ন মোহাম্মদ মোরশেদুল হক চৌধুরী, বিদ্যালয়ের ভূমিদাতা রায়হানুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের বিআরসি প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চলের আক্তার হোসেন, এলপি পার্থ প্রতিম দাশ।
স্কাউটের রাউজান উপজেলার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, শিক্ষক অনুপম দাশ গুপ্ত,এনামুল হক, রতন কুমার দাশ।
উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, পৌর যুবলীগ নেতা মো. ইকবাল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করায় স্কুল শিক্ষার্থী গোপীকা শ্রেষ্ঠা দাশ গুপ্তাসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মাহির আসেফ, ইমতিয়াজ বিল্লা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শ্রেয়া দাশকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।