গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: রাউজানে আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত কদলপুর আশরাফিয়া ইসলামিক কিন্ডারগার্টেনের ১৯তম বর্ষপূর্তি, মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ১৯ মার্চ (রবিবার) সকাল ১১ টায় উপজেলার কদলপুর ইউনিয়নের পরীর দিঘির পাড় এলাকায় স্কুলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি এস এম শামসুল আলম।
প্রধান অতিথি ছিলেন অগ্রাণী ব্যাংকের সাবেক ডিএমডি কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মমিন, এসএমসির সহ সভাপতি আলহাজ্ব ডা. হারুন উর রশীদ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ইউপি সদস্য মো আলী আকবর, মো. আবছার মুরাদ বাবুল ও এ্যানি বড়ুয়া।
স্কুল শিক্ষিকা প্রিয়া বড়ুয়া, শিক্ষক সৈয়দ আব্দুল হাকিম ও মাওলানা নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল পরিচালনা কমিটির সচিব কবি মাস্টার মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. সৈকত চৌধুরী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সভা শেষে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব এয়ার মোহাম্মদ চৌধুরী, আব্দুল মান্নান, দিদারুল আলম, বেগম এস.এম. আকরাম, মুহাম্মদ ইকরাম চৌধুরী, মুহাম্মদ আলী, মুহাম্মদ রায়হান রেজভী, সহকারী শিক্ষক পাপড়ী বড়ুয়া, অনিতা বড়ুয়া, হাসিনা জাহান, আয়শা ছিদ্দিকা, তানিয়া সুলতানা, মো. আলাউদ্দিন প্রমুখ।