রাউজানে ইট বোঝাই গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ইট বোঝাই গাড়ির (জীপ) ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪২) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ মে ) বেলা ১ টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার  কাঠালতলা নামক স্থানে হযরত ইয়াসিন শাহ (রহ.) সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর পার্শ্ববর্তী ডাবুয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়ার খলিফা পাড়া মৃত নুরুল ইসলামের ছেলে।

হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহত আলমগীর পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি ফকিরটিলা একটি ফার্নিসারের দোকানে কাজ করতেন।  (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে ভাত খাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইট বোঝাই একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ১০ বছর ও ৬ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

তিনি আরো জানান, জীপের চালক ছিল অদক্ষ,  ছিল না লাইসেন্স। বয়সে খুবই তরুণ। এই চালক বর্তমানে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজের জিম্মায় আছেন এবং জীপটি হলদিয়া ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ হতে মামলা করা হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কয়েকজন যুবক জানান, দূর্ঘটনাস্থলের আশেপাশে এলাকায় পাহাড় ঘেঁষে অবৈধ উপায়ে ৮-৯ টি ইটভাটা গড়ে উঠেছে।  এসব ইটভাটা হতে জরাজীর্ণ ও লাইসেন্স বিহীন চাঁদের গাড়ির (জীপ) মাধ্যমে অদক্ষ তরুণ চালকরা বিভিন্ন স্থানে ইট সরবরাহ করে থাকেন। এই কারণে এই সড়কগুলোতে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে থাকে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top