রাউজানে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পরপারে চলে গেলেন এক বৃদ্ধ।

নিহত বৃদ্ধের নাম আব্দুল শুক্কুর (৭৫)। তিনি লক্ষীপুর জেলার রায়পুর থানার মৃত সাইব আলীর পুত্র। তারা চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কবির ম্যানশন ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ আব্দুল শুক্কুর দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় পূর্বদিক হতে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাই তার মৃত্যু হয়।

এই ঘটনায় গাড়ি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। এই অবস্থায় তাদের অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চুয়েট পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. খুরশেদ আলম জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করে নিয়ে এসেছি। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে পাঠান বলে জানতে পারি।