গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: ভারতবর্ষের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বিশিষ্ট সূফী সাধক, রাহনুমায়ে যাহেদা আল্লামা আব্দুল আজিজ আল নক্সবন্দী (রহ.) প্রকাশ বুড়ো মাওলানার ১৯৪ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নক্সবন্দীয়া দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
হযরত আব্দুল আজিজ আল নক্সবন্দী (র:) সমাজ কল্যাণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওরশে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী (মিটুন) ও মুবিনুল হক চৌধুরীর পরিচালনায় ওরশে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, সমাজ হিতৈষী মহসিন উদ্দিন আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু,যুগ্ম সাধারণ সম্পাদক একরাম চৌধুরী, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আলম, মো. সেলিম উদ্দিন, মো. রহিম, মোহাম্মদ সাহেদ, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, ওসমান নঈমী, মো. আমিন সহ আরো অনেকেই।
ওরশে সকাল হতে হামদ-নাত, খতমে কোরআন,খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল, তবররক বিতরণ সহ নানান কর্মসূচী পালিত হয়।
ওরশে মিলাদ-কেয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি মাওলানা আব্দুল আজিজ আল নক্সবন্দী জামে মসজিদের ইমাম মাওলানা আসহাব উদ্দিন। দূর-দূরান্ত হতে ভক্ত অনুরক্তরা দরবারে এসে ওরশে অংশ নিয়ে জেয়ারত-রেয়াজত ও জিকিরে মশগুল থাকেন।