রাইখালীর দূর্গম মৈদং পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাঙামাটি  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা ২নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দূর্গম  মৈদং পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন চত্বরে বুধবার (১০ মে) সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত কাপ্তাই  তথ্য কেন্দ্র এই  উঠান বৈঠক এর আয়োজন করেন।  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

 

কাপ্তাই তথ্য আপা তাহমিনা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, ইউপি সদস্য শৈবাল সরকার সাগর। উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক স্থানীয় ৫০ জন  মহিলা অংশ নেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top