মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। কানসাস সিটি পুলিশের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, কানসাস সিটির সেন্ট্রাল এভিনিউয়ের একটি বারের কাছে এ ঘটনা ঘটেছে।
সন্তেহভাজন হামলাকারীকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। কানসাস পুলিশের বরাত দিয়ে সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের কানসাসে শনিবার রাতে উন্মুক্ত মাঠে কয়েকশ মানুষ একটি ইভেন্টে অংশগ্রহণ করছিলেন। এ সময় বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই কর্মকর্তারা চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান; পরে তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ বলছে, অনুষ্ঠানে বেশ কয়েকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এটি এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। সেন্ট লুইস কাউন্টি পুলিশ বিভাগের অপরাধ তদন্ত ব্যুরো তদন্ত শুরু করেছে।