মোংলা বন্দরে বিলাসবহুল ৯২৬ গাড়ি নিয়ে ভিড়েছে ‘এমভি মালেয়শিয়া স্টার’

সিপ্লাস ডেস্ক: ‘এমভি মালেয়শিয়া স্টার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই জাহাজে ১৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে। আগামী ৩ জুন একই জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

জাপানের ৯২৬ বিলাসবহুল গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি মালেয়শিয়া স্টার’। আজ শনিবার (২০ মে) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে মালেয়শিয়া পতাকাবাহী জাহাজটি। জাহাজ থেকে গাড়ির খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। এর আগে ১২ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

‘এমভি মালেয়শিয়া স্টার’-এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই জাহাজে ১৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। অবশিষ্ট ৯২৬টি গাড়ি মোংলা বন্দরে আনা হয়েছে। আগামী ৩ জুন একই জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। বর্তমানে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি করা হচ্ছে। ভবিষ্যতে আমদানি আরও বাড়বে বলেও জানান বারভিডার এই নেতা।

এর আগে ৪ মে একটি জাহাজে ৭০৩টি রিকন্ডিশন গাড়ি এসেছিল বাগেরহাটের মোংলা বন্দরে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top