মেয়র কাপের পৃষ্ঠপোষক তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক

ডিএনসিসি মেয়র কাপ-২০২৩ এর ট্রফি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমন্ত্রিত অতিথি হিসেবে ওই টুর্নামেন্ট দেখতে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, এক সময়ের মারকুটে ওপেনার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি। প্রায় ৯ বছর পর আবারো বাংলাদেশের রাজধানী ঢাকায় পা রাখলেন কলকাতার দাদা। তবে কোনো ক্রিকেট অনুষ্ঠান কিংবা সিরিজ-টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হয়ে নন এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এবং দেশের শীর্ষ ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ডিএনসিসি মেয়র কাপ-২০২৩ এর ট্রফি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে।

আতিকুল ইসলাম,সৌরভ গাঙ্গুলি,তরফদার মো. রুহুল আমিন।

যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির নগরপিতা আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি সৌরভ গাঙ্গুলির পাশেই ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মেয়র কাপের প্রধান পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জাতীয় ক্রিকেটে দলের এক সময়ের মাঠ কাঁপানো সব তারকা, সাবেক ফুটবলার, জাতীয় ভলিবল দলের অধিনায়ক, ডিএনসিসির আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত দল নিয়ে মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে মেয়র কাপ। এমন একটি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকায় সৌরভ গাঙ্গুলিকে বিশেষ ধন্যবাদ জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সৌরভ গাঙ্গুলি ধন্যবাদ প্রদান করেন তরফদার রুহুল আমিনও। সৌরভকে অনুসরণ-অনুকরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে এগিয়ে যাওয়ার আহবানও রাখেন রুহুল আমিন।

খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’- এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিএনসিসি মেয়র কাপ। ২০২১ সালের ডিসেম্বরে মেয়র কাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার তিনটি ইভেন্ট- ক্রিকেট, ফুটবল এবং ভলিবলে উত্তর সিটিতে বাস করা নাগরিকরা তাদের ক্রীড়া নৈপুণ্যে প্রদর্শন করেন। এবারো তিনটি ইভেন্টই রেখেছেন আয়োজকরা। আসরটি সামনে রেখে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেয়র কাপের লোগো এবং ট্রফি উন্মোচনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেখানে উত্তর সিটির নগরপিতা আতিকুল ইসলাম বলেন, ‘যুবসমাজকে মাদকমুক্ত রাখতেই মূলত মেয়র কাপের আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সহযোগিতায় এমন আয়োজন করতে পেরে খুশি মেয়র। আয়োজনটি সফল করতে সকলের প্রতি অনুরোধ জানান মেয়র।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তরফদার রুহুল আমিন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সামাজিক অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলে আসছেন যে তরুণ প্রজন্মকে, যুবসমাজকে খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করতে হবে। আমাদের নগরপিতা আতিকুল ইসলাম ভাই মেয়র কাপ আয়োজনের মাধ্যমে ঠিক সেই কাজটিই করছেন। মেয়র কাপের প্রথম আসরেও আমরা মেজর স্পন্সর ছিলাম। সে সময় আমি কথা দিয়েছিলাম আতিক ভাই যতদিন মেয়র কাপ করবেন আমরা সাইফ পাওয়ারটেক এই আসরের সঙ্গে থাকব।’

বাংলাদেশে অনেক স্মৃতি জড়িয়ে সৌরভ গাঙ্গুলির। সেই সব স্মৃতির ঝাঁপিই আজ মেয়র কাপের অনুষ্ঠানে তুলে ধরেন ভারতের এ সাবেক ক্রিকেটার। ১৯৮৯ সালে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন তিনি। সেবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হয়ে ঢাকা সফর তার। এরপর বহুবার সৌরভের এপার বাংলায় আসা। ২০০০ সালে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের অভিষেক টেস্ট ম্যাচ খেলে; ওই টেস্টে ভারত দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। টেস্ট ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন স্মরণীয়; তেমনি সৌরভের জন্যও। কারণ ওই টেস্টেই প্রথমবারের মতো ভারতকে নেতৃত্ব দেন সৌরভ গাঙ্গুলি।