সিপ্লাস ডেস্ক: ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৫.৩৪ শতাংশ।
রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬৪,২৬৪ (৪৬.১৬%) ছেলে এবং ৭৪,৯৫৩ (৫৩.৮৪%) মেয়ে শিক্ষার্থী।
ছেলে শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯৪.২৫ এবং মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৮৮।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৫ হাজার ৮১৩ অবেদনকারী।
মেধার ভিত্তিতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা; অন্যদিকে, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে রয়েছে ৬ হাজার ৭৭২টি আসন।
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া রাপসান জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় বসেছিলেন। ৯৪.২৫ নম্বর পেয়ে তিনি প্রথম হন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো সিলেবাসের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় গত বছরের তুলনায় এবার পাসের হার কম। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিল।
গত বছর ৭৯ হাজার ৩৩৭ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন; ২০২১-২২ শিক্ষাবর্ষে পাসের হার ছিল ৫৫ শতাংশ।