আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বারখাইন ইউনিয়নে সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের মানিক চন্দ্র সড়ক, বাদামতল-বটতল সড়ক ও বারখাইন ইউপি অফিস সড়ক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে তৈলারদ্বীপ বটতল মোড়ে ভূমিমন্ত্রীর জন্য করা হয়েছে মঞ্চ। রাখা হয়েছে মন্ত্রীর জন্য একটি চেয়ার। এই মঞ্চে মন্ত্রী উঠলেন কিন্তু চেয়ারে বসলেন না। এসময় উপস্থিত নেতাকর্মী ও প্রবীণ নেতারা মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা দেখে প্রবীণ আওয়ামীলীগ কর্মী ও মুরব্বিদেরকে সম্মান জানিয়ে চেয়ারে আর বসলেননা ভূমিমন্ত্রী। চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। এরপর বক্তব্য প্রদান করেন।
বক্তব্যকালে ভূমিমন্ত্রী বলেন, যেসব প্রবাসী কয়েক বছর ধরে দেশের বাইরে রয়েছে, তারাই দেশে এসে চিনতে পারেন না নিজের এলাকা। দেশের উন্নয়নের চিত্র দেখে অনেকেই অবাক হয়ে থাকেন কোথায় এসেছে। আর সবই সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। এজন্য দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণের ভোটে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।