মুখ বন্ধ রেখেছি,মুখ খুললে অনেক কথা বের হয়ে যাবে:ভান্ডারী

দুই পুত্রের নামে ঋনের টাকা আত্মসাৎমামলা

ফটিকছড়ির মাইজভাণ্ডারে বক্তব্য রাখছেন ১৪ দলের নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: দুই পুত্র সৈয়দ আফতাবুল বশর মাইজভাণ্ডারী ও সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীর বিরুদ্ধে ঋন গ্রহণের নামে ৪০ কোটি টাকা অত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করায় দূর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য, তরিকত ফেডারেশনের চেয়ারম্যন ও  ১৪ দলীয় জোট নেতা ছৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

(২৩ ফেব্রুয়ারি) রাতে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে হাজার হাজার মাইজভান্ডারী ভক্তের উপস্থিতিতে দুদকের বিরুদ্ধে রিট করার তিনি।বক্তব্যে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন মুখ বন্ধ রেখেছি, মুখ খুললে অনেক কথা বের হয়ে যাবে।

দুদকের কাছে প্রশ্ন রেখে সাংসদ বলেন, ৪০ কোটি টাকা ঋণ নিয়ে ৬২ কোটি টাকা জমা দিয়েছি। এর পরেও কি টাকা অনাদায়ী থাকে? যে ৬২ কোটি টাকা দেয়া হয়েছে সে বিষয়টি দুদক মামলায় উল্লেখ করেনি। মুলত তারা আমাকে চেনে না। যারা চেনে তারা ফোন করতেছে। বেশী বাড়াবাড়ি করলে  চামড়া পর্যন্ত ছিড়ে ফেলবো।

মাইজভান্ডারী আরো বলেন সরকার এটা করে নাই। এটা যদি কেউ করে থাকে ভুল খেলা খেলেছে।  তারা জানেনা পৃথিবীর অনেক দেশ আমার জন্য কথা বলবে। বিএনপিকে ঘরে ঢুকানো সম্ভব, মাইজভান্ডারীকে নয়। মনে রাখতে হবে এটা ১৯৯১ নয়, এখন ২০২৩ সাল।

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাতিক পুরুষ শাহসূফী সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ উপলক্ষে আখেরি মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ মাইজভাণ্ডারী এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন, শাহসূফী সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী,  সৈয়দ মাহতাবুল বশর ও সাংসদপুত্র সৈয়দ তৈয়বুল বশর প্রমূখ।