মুক্তিযুদ্ধে ভারতের অবদান শীর্ষক আলোচনা: পাকিস্তানিরা চলে গেছে তাদের দোসররা এখনো এদেশে রয়ে গেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: সত্য এক এবং অভিন্ন। সত্য কথা যখন বলবেন ৭১ সামনে আসবে, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর কথা আসবে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা, ভারতের জনগণ সেই সময়ের সাহায্য সহযোগিতা করেছে সেই বিষয়গুলি আসবে। (১০ জানুয়ারী) ১৯৭২ সালে বলেছিলেন, পাকিস্তানিরা চলে গেছে তাদের দোসরা এখনো এদেশে রয়ে গেছে এদেশের ষড়যন্ত্র চলবে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতি চারণ ও “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিক্ষাবিদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

রবিবার (২৯ জানুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম।

চট্টগ্রাম পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি ও ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের তত্ত্বাবধানে এবং স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইয়াছিন আরমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ভারতের সাবেক কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ও লোকসভা সদস্য কংগ্রেস নেত্রী দীপা দাশ মুন্সী, রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি, রাজ্য ও বিধান সভার সাবেক সদস্য দেব প্রসাদ রায়, ভারতীয় জনতা পার্টির অর্থনীতি প্রকন্ঠ ড. পংকজ কুমার রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বাংলা কবিতা একাডেমির সভাপতি কবি সুবোধ সরকার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর মোরশেদ ফিরোজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, জেলা পরিষদ সদস্য আলী আবরাহা দুলাল, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনসহ বিশিষ্টজনরা।