
মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে দমদমা অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রাজ্ঞ ভিক্ষু সংঘের সমন্বয়ে মহামতি বুদ্ধ ভাষিত কথন ও কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ ই নভেম্বর সকালে বিশ্ব শান্তি কামনায় পরিত্রান পাঠের পর অনুষ্ঠানের প্রথম পর্বে সমুদ্র টিটুর সঞ্চালনায় নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী পুলক কুমার বড়ুয়া, সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া,প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল সাংগঠনিক সম্পাদক প্রজ্ঞাভানক ভদন্ত শাসনবংশ মহাথের।
দ্বিতীয়পর্বের শুভ উদ্বোধন করেন জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু হৃদয় বড়ুয়া সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাথের,প্রধান সদ্ধর্মদেশক শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যানকেন্দ্রের মহাপরিচালক শ্রীমৎ তিলোকাবংশ মহাথের,প্রধান জ্ঞানি প্রজ্ঞাভানক ভদন্ত শাসনবংশ মহাথের,বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ শিউলী চৌধুরী, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দীন এছাড়াও উপস্থিত ছিলেন কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বরোজ প্রিয় বড়ুয়া,সাধারণ সম্পাদক দুলাল বড়ুয়া, অভয়শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কমিটির সভাপতি দীপংকর থের,সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, কার্যকরি সভাপতি প্রশান্ত বড়ুয়া সহ সকল নেতৃবৃন্দ।