মিরসরাইয় প্রতিনিধি: মিরসরাইয়ের জোরারগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৮ দোকানী, নিহত রাজুর পরিবার ও মাদ্রাসা ছাত্রদের মাঝে ১২ লক্ষ টাকা সহায়তা দিয়েছে খান কল্যাণ ট্রাস্ট।শুক্রবার (১২ মে) বিকাল ৪ টায় বারইয়ারহাট খান সিটি সেন্টারে কোরান খতমের পর এ অনুদান প্রদান করা হয়।
গত ( ৩ মে ) দিবাগত রাতে জোরারগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইদ্রিস বলি মার্কেটের ২৮ দোকানীকে নগদ ২৫ হাজার করে এবং জোরারগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজুর পরিবারকে নগদ ৪ লাখ টাকা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১ লাখ টাকা প্রদান করা হয়।
এ সময় খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে মোহাম্মদ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক,মিরসরাই এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে,বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রতন দত্ত ,খান কল্যান ট্রাস্টের কর্মকর্তা জিয়াউর রহমান,দ্বীন মোহাম্মদ, তাপস সিংহ,মোহাম্মদ আলী,আলী আক্কাস,আলাউদ্দিন সহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।