প্রেস বিজ্ঞপ্তি:‘রোজাদার এর জন্য ইফতার’ এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন পথচারীদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেন একদল তরুণ উদ্যোক্তা। নিজেদের অর্থায়নে গরীব-দুঃখীদের পাশে দাঁড়ান তারা।
এসময় উপস্থিত ছিলেন বহদ্দারহাট হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা নুরুল আলম শিপু। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক নুরুল হাসান টিপু, আমির মাহমুদ খসরু (রাজু), ছোটন, আরজু, ওয়াসিম,সাইফুল, রুবেল, তাহের,মো. মাসুম, সাজ্জাদ, জিসান,হেলান, হানিফ, জাহাঙ্গীর,রাহুল, রমজান, মাসুদ, রোমান, রিয়াজ, আজিজ,মিনহাজ প্রমুখ।
নুরুল আলম শিপু বলেন আল্লাহর রহমতে যতদিন বাঁচবেন, ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখবেন। এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।