মালয়েশিয়ায় বন্যায় ঘর ছাড়ছে মানুষ, মৃত্যু ৪

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: মালয়েশিয়ায় দেখা দিয়েছে মৌসুমি বন্যা। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে ৪০ হাজারের বেশি। দেশটির কিছু অংশে এখনো চলছে উদ্ধার অভিযান। খবর সিএনএনের।

মালয়েশিয়ার জোহর রাজ্যের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন রয়েছেন যিনি বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির মধ্যে আটকে ছিলেন।

উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকদের তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের রাজ্যে বেশ কিছু লোক বাড়ির ছাদে আটকা পড়েছে। কারণ পানিতে বাড়িটি তলিয়ে গেছে।

মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিভিন্ন জায়গায় আটকা পড়াদের বাঁচাতে কাজ চালিয়ে যাচ্ছে।

অন্য এক ছবিতে দেখা যায়, রাস্তা ও বন পানিতে ডুবে গেছে। একই সঙ্গে কাদামাটিতে ঢাকা পড়েছে অসংখ্য যানবাহন।

মালয়েশিয়ার মতো দক্ষিণ এশিয়ার অনেক দেশই মৌসুমি বন্যার ক্ষেত্রে অরক্ষিত। ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী সিঙ্গাপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

মালয়েশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যারকবলে পড়ে ২০২১ সালে। সে সময় ৫৪ জনের মৃত্যু হয়। মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী।