মায়ের করা মামলায় ছেলের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ও ভাইকে মারধর করেন মঞ্জুর মোর্শেদ, ছেলে মঞ্জুর মোর্শেদসহ তিনজনকে আসামী করে মামলা করেছেন মা আমেনা বেগম।

সোমবার (১৫ মে) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে মা আমেনা ছেলের  বিরুদ্ধে মামলাটি দায়ের করলে আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার  অন্য দুই আসামি হলেন, সানজিদ ও জসিম।

মামলার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সিপ্লাসকে বলেন, ছেলেসহ তিন জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এক মা। আদালত শুনানি শেষে মায়ের জবানবন্দি গ্রহণ করেন। মামলাটি আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত  (১২ মে) রাত সোয়া নয়টার দিকে আমেনা বেগমের স্বামী তার বেপরোয়া সন্তান মঞ্জুর মোর্শেদকে (মামলার আসামি) সম্পত্তি না দিলে তাঁর স্বামী এবং অন্য ছেলেকে মারধর করে। এর আগেও একইভাবে জোরপূর্বক সম্পত্তি লিখে নিতে বাবাকে মারধর করলে আসামির বাবা ওই ছেলের বিরুদ্ধে মামলা করেন। এখন মামলাটি তদন্তাধীন রয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top