মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের সাফল্যের ১ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় উপজেলার মাতারবাড়ী মগডেইল সৃজনী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন আগত অতিথি ও সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত অতিথি জ্ঞান অর্জন পরিষদের প্রশংসা করে পাশে থাকার অঙ্গিকার করেন।এবং হাটি-হাটি পা পা করে সাফল্যের ১ বছরে এগিয়ে যাওয়ায় সাধুবাদ ও জানান উক্ত পরিষদের সকল কর্মকর্তাদের।
সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আশেক মাহমুদ উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক ইউছুপ কিবরিয়ার পরিচালনায় ও মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের সভাপতিআইনুল ইসলাম অন্তরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সেলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহবায়ক মহেশখালী উপজেলা যুবলীগ,সাবেক মেম্বার সরওয়ার কামাল প্রমুখ।