মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা এলাকায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহিম পালা গ্রামের ওহিদ মিয়ার ছেলে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে রহিম তার নিজ ফসলের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মুহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।