মহেশখালীর পাহাড়ে সন্ত্রাসীর ডেরায় পুলিশের অভিযান

মহেশখালীর পাহাড়ে উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত সন্ত্রাসী।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার সময় উপজেলার বড় মহেশখালীর মুন্সির ডেইল পাহাড়ী এলাকায় এ অভিযান চলে।

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ ছিদ্দিক (৩২)। তিনি বড় মহেশখালীর মুন্সির ডেইল পশ্চিম পাড়া পাহাড়তলী এলাকার আলী হোছনের ছেলে।

পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে একটি লম্বা একনলা বন্দুক এবং একটি কাটা রাইফেল সহ মোট দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র , একটি বড় লম্বা দা, একটি ছুরি উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী  আটকের সত্যতা নিশ্চিত করে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র-মাদকসহ আটক করা হয়েছে।