মহেশখালীতে সুফল প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান

আশেক উল্লাহ রফিক এমপি।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম কর্তৃক টেকসই বনও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল ১১টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দু রহমান, মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, শফিউল আলম চৌধুরী -১, সাবেক উপ প্রধান বন সংরক্ষক ও মাঠ সমন্বয়ক,রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাস্টার রুহুল আমিন ও সেলিম চৌধুরী, সাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থা এবং মহেশখালীর গণ্যমান্য ব্যক্তি বর্গসহ বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।