মহেশখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আশেক উল্লাহ রফিকের শ্রদ্ধা

মহেশখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আশেক উল্লাহ রফিকের শ্রদ্ধা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মহেশখালী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের নেতৃত্বে মহেশখালী উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশখালী উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক শরীফ, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, এহেছানুল করিম এহেছান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ প্রমূখ।

পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সাংসদসহ আওয়ামীলীগ নেতাকর্মীরা।

এসময় মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,যুবলীগ, মুক্তিযোদ্ধা- শ্রমিকলীগ,মহিলা আওয়ামিলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক,শিক্ষার্থীদের ৭ই মার্চে ভাষণ, প্রতিযোগিতা আবৃতি চিত্রাংকন রচনা প্রতিযোগিতা  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আশেক উল্লাহ রফিক এমপি উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

মহেশখালী উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।