মহেশখালী প্রতিনিধি: মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালী জেটিঘাটে শ্রমিক ও ছিন্নমূল শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
সোমবাবার(২০ ফেব্রুয়ারি ) সকাল ১২ টায় মহেশখালী গোররঘাটা জেটিঘাট চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য,দুই দফায় নিজে এই সংসদ সদস্য উপস্থিত থেকে শ্রমিক-ছিন্নমূল মানুষের কাছে শীত বস্ত কম্বল তুলে দেন।
শীত বস্ত্র পেয়ে শ্রমিক ও ছিন্নমুল মানুষ অনেকটা খুশি হয়েছে। শীত নিবারণ করতে পারবে তাই।