মহাসড়কে বন্ধ হচ্ছে না মোটরসাইকেল

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। বাস মালিক-শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ঈদে মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে জোরালো আলোচনা করা হলেও সরকারের পক্ষে থেকে বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন বন্ধের কথা বলা হয়ছে।

আজ রবিবার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এসব আলোচনা হয়।

বৈঠক সূত্র গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে মোট ২১টি সুপারিশ কার্যকর করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন করা হবে।