মদুনাঘাট ব্রীজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে সড়কের মদুনাঘাট ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খৈয়াখালী গ্রামের পরিমল সিকদার এর পুত্র।নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই. জয়নাল আবেদীন বলেন, মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই।

নিহতের প্রতিবেশি নিশান চৌধুরী জানান, তারা সপরিবারে শহরে বসবাস করেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে মঙ্গল চন্ডী পূজায় এসেছিলেন। পুজা সম্পন্ন করে পরের দিন শুক্রবার সকালে তার ফুফাত ভাই প্রবীর সিকদারসহ মোটরবাইক যোগে শহরে যাওয়া পথে এই দূর্ঘটনায় পতিত হন। এতে প্রবীরও আহত হন। (শুক্রবার) দুপুর ১২টার দিকে নগরীর গোসাঈলডাঙ্গা শ্মশানে তাকে সৎকার করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top