সৌদি আরব প্রতিনিধি: মদিনা রওজা মোবারক জেয়ারত শেষে মক্কা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেদ্দা নগরীর চোখ সাদী মার্কেটের প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ ফোরকান সওদাগর ও মোস্তফা আলী নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে।
জানা গেছে, গত ১১ মার্চ জেদ্দা নগরীর চোখ সাদী মার্কেট থেকে মদিনা রওজা মোবারক জেয়ারতের উদ্দেশ্যে যান। জেয়ারত শেষে রবিবার (১২ মার্চ) রাত ও সোমবার দিবাগত রাতে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। মদিনা মনোয়ারা থেকে প্রায দেড়শত কিলোমিটার দূরে আসলে দূরগামীর চলমান গাড়ি উল্টে ঘটনা স্থলে মুহাম্মাদ ফোরকান সওদাগর ( ৫০) ও মোঃ মোস্ত আলী (৫৫) নিহত ও একজন গুরুতর আহত হন।
নিহত মোস্ত আলীর ভাতিজা জেদ্দা প্রবাসী মোঃ আলমগীর জানান, গত একদিন আগে নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে মদিনা জেয়ারত যান, সেখান থেকে মক্কায় আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলে নিহত হন।
দুই জনই জেদ্দা নগরীর চোখ সাদী মার্কেটের প্রবীণ ব্যবসাযী।
নিহত মুহাম্মদ ফোরকান সওদাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের ৫নং ওর্য়াড়ের ভেনডার মসজিদ সংলগ্ন মোঃ আনোয়ার হোসেনের পুত্র।
অপর জন মোঃ মোস্ত আলী বাঁশখালী উপজেলাধীন ৬নং কাতুরিয়া ইউনিয়নের ৬নং ওর্যাড়ের চাউল ব্যাপারী বাড়ির মৃত হাসমত আলীর পুত্র।
গুরুতর আহত মদিনা নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওনার বাড়ী ককক্সবাজার জেলার।
বর্তমান নিহত দুই জনের লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।