সৌদি আরবের পবিত্র মক্কায় হঠাৎ স্ট্রোক করে আরেক রেমিটেন্স যোদ্ধা মুহাম্মদ ফখরুল ইসলাম ফখরু-(৩৫)র মৃত্যু হয়েছে।
জানাযায়, গত বৃহস্পতিবার(৯-অক্টোবর) দিবাগত রাতে নগরীর নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে এ রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যুবক মুহাম্মদ ফখরুল ইসলাম ফখরু মৃত্যু হয়।
মক্কা প্রবাসী ফখরুল ইসলাম ফখরু-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের জোট পুকুরিয়া রাস্তার পূর্ব পাশ্বে- মতির বর পাড়ার মৌলানা আবুল কাশেমের বড় পুত্র।