সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কা মসজিদুল হেরাম ঘিরে বায়তুল্লাহ কা’বা ঘর তাওয়াফ করার সময় রাবিয়া বসির নামে এক বাংলাদেশি নারী ওমরাহ হজ্ব যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থেকে জেদ্দা কিং আবদুল আজিজ এয়ারপোর্টে থেকে পবিত্র মক্কায এসে পবিত্র ওমরাহ পালন করেন স্বামী মোঃ নুরুল ইসলাম ও রাবিয়া বসির-(৬০)।
২৫ ডিসেম্বর তাওয়াফ করার সময় গ্রুপ থেকে রাবিয়া বসির হারিয়ে গেলেও নিখোঁজ ওমরাহ মহিলা হজ্ব যাত্রীকে এখনো খোঁজে পাওযা যায়নি।
নিখোঁজ ওমরাহ হজ্ব যাত্রীর আত্মীয় মক্কা প্রবাসী জানান, নিখোঁজ হাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুজি করছি। পরে হেরামের পুলিশের স্টেশন ও মক্কা মিসফালাহর বাংলাদেশ হজ্ব মিশনে অভিহিত করছি।