ভোগ্যপণ্যসহ অস্থির পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক: দেশে হঠাৎ অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজারসহ ভোগ্যপণ্যের দাম। খুচরা বাজারে কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় মূল্য তালিকা না থাকা এবং বেচাকেনার রশিদ না রাখার মতো অনিয়মের অপরাধে বার আউলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং ফরিদপুর বাণিজ্যলয়কে ৩ হাজার টাকা এবং জাহেদ নামের একজন বেপারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আড়তদারদের জরিমানার পাশাপাশি সতর্ক করেন। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজসহ ভোগ্যপণ্য বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও বাজারে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যসত্বভোগী একটা সিন্ডিকেট আছে যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এখানে ডিমান্ড অর্ডারের (ডিও) মাধ্যমে শুধু ১টি ক্রয় রশিদই বিক্রি হয় ১০ জনের কাছে। আমরা বিভিন্ন ট্রেডিংয়ের দোকান থেকে ৬ শতাধিক মধ্যসত্বভোগীর নাম এবং মোবাইল নম্বর সংগ্রহে নিয়েছি যাদের মাধ্যমে একটি পণ্যের দাম হাত বদল হয়ে হয়ে বাড়তে থাকে। এখানে মধ্যসত্বভোগীদের পাশাপাশি মিলমালিকদের কারসাজিও আছে। বিষয়টি গুরত্ব সহকারে নিয়ে এদের ট্রেড লাইসেন্স চেকিংসহ পরবর্তীতে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সরবরাহ কমার অজুহাতে যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পরে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হবে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top