ভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ১৩৭৯

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ১৩৭৯ জন মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। খবর সিএনএন ও আল-জাজিরা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তুরস্কেই ৯১২ জনের মৃত্যু হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়- সিরিয়াতে মারা গেছেন ৪৬৭ জন।

খবরে বলা হয়, ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েন। অনেকে মারা গেছেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বিবিসি ও এএফপি জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৪৬৭ জন মারা গেছেন। সাইপ্রাস ও মিশরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮। এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে আঘাত হানে।ত তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে ছিল এর উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।