সিপ্লাস ডেস্ক: ভূমধ্যসাগরে বিপদের মধ্যে রয়েছে এক হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী। তাদের উদ্ধারে ইতালির কোস্টগার্ড শুক্রবার একাধিক উদ্ধার অভিযান শুরু করেছে।
কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, ‘এক হাজারেরও বেশি মানুষ বিপদে রয়েছে।’
দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের প্রেসিডেন্ট রবার্তো ওচিউতো জানিয়েছেন, প্রায় এক হাজার ৩০০ অভিবাসী নৌকায় ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রন্টেক্স সতর্ক করে জানিয়েছে, তারা সমস্যায় পড়তে পারে।
কোস্টগার্ডের তিনটি নৌকা ক্রোটোনের ক্যালাব্রিয়ান শহর থেকে ৭০ মাইল দক্ষিণে একটি জাহাজ থেকে প্রায় ৫০০ অভিবাসীকে নামিয়ে আনার চেষ্টা করছিল।
কোস্টগার্ড জানিয়েছে, তারা আরও দুটি জাহাজে থাকা প্রায় ৮০০ অভিবাসীকে উদ্ধার করতে কয়েকটি নৌকা পাঠিয়েছে। সাহায্যের জন্য একটি ইতালীয় নৌবাহিনীর জাহাজও পুরো গতিতে ওই এলাকায় রওনা হয়েছে।
কোস্টগার্ড বলেছে, ‘উদ্ধার তৎপরতা… বিশেষত জটিল কারণ নৌযানগুলোতে প্রচুর সংখ্যক লোক রয়েছে এবং নৌকাগুলো সরে যাচ্ছে।’