মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হাই পিপিএম এর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (৫ ই জুলাই) দুপুরে থানা চত্বরে মহেশখালী থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আশেক বলেন, ভাল কাজের, ভাল মানুষের মূল্যায়ন সব জায়গায় আছে। কর্মের মাধ্যমে সৃষ্টি করেছে বিদায়ী ওসি আব্দুল হাই। দেশের গুরুত্বপূর্ণ মানুষে মুখে আব্দুল হাইকে প্রশংসা করার বিষয় শিকার করেন।
নতুন ওসি কে ও সাধারন মানুষের সাথে মিলেমিশে কাজ করার পরামর্শ প্রদান করেন।
মহেশখালী-কুতুবদিয়া পুলিশ সার্কেল আবু তাহের ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, মহেশখালী উপজেলা সহকারী ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মাহফুজুল হক।
মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, কুতুবজোমের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, কাউন্সিলর প্রনব কুমার দে,মহেশখালী থানার এএসআই আবু বক্কর, এএসআই জাহেদ হোসেন, কনষ্টেবল হান্নান মীর প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ছোট মহেশখালীর চেয়ারম্যান মঈনুল ইসলাম রিয়ান, ধলঘাটার চেয়ারম্যান কামরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, ডাঃ শিব শেখর ভট্টাচার্য, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সাংবাদিক আমিনুল হক সহ থানার পুলিশ সদস্য ও সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।