নিজস্ব প্রতিবেদক: ঘটনার সূত্রপাত ২০২০ সালের জুন মাসে। ‘আপন আঙ্গিনা’ নামক এই ফ্ল্যাটে এক ভাটিয়াকে ২১৫০০ টাকায় ভাড়া দিয়েছিলো বাড়ি ওয়ালা। কিন্তু ১ বছর ঠিকঠাকমত ভাড়া দিলেও গত ২১ মাস ধরে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আবু কায়সার ওই ভাড়াটিয়া ওই ফ্ল্যাট নিজের বলে দাবি করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী বাড়ির মালিক।
নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকার দারোগাহাট রোডে ‘আপন আঙ্গিনা’ নামে এই ফ্ল্যাট বাসায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৫ মে) নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য এসব অভিযোগের কথা তুলে ধরেন ভুক্তভোগী বাড়িওয়ালা মোঃ ইমরুল হাসান চৌধুরি।
সম্প্রতি বেশ কয়েকবার বাসা ভাড়া খুঁজলে গেলে ভাড়া তো দেইনা উল্টা ভুক্তভোগী বাড়িওয়ালাকে মারধরের হুমকি দেই। আর বাড়িভাড়া বকেয়া থাকায় গত ২০২১ সালের জুলাইয়ে বাসা ছেড়ে দিতে বললে বাড়িওয়ালার উপর হামলা করে ভাড়াটিয়া আবু কায়সার এবং তার সন্ত্রাসী বাহিনী। এসময় বাড়িওয়ালার ড্রাইভারকেও ব্যাপক মারধর করে। যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এ বিষয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমাকে এবং আমার ড্রাইভারের উপর হামলার পর হতে আবু কায়সার ও তার পরিবার আমার অত্যন্ত কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তৈরী করা বাড়ী ‘আপন আঙ্গিনা’ ও এর ফ্ল্যাট তার নিজের বলে দাবী করতে থাকে। প্রতিদিন আৰু কায়সার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়ী আপন আঙ্গিনার নিচের পার্কিং এ বখাটে আড্ডা বসাতো। এই বখাটেরা আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা আসা-যাওয়ার সময় নানা ভাবে ইভটিজিং করতো, গত : ০৭/০৫/২০১৩ ইং বিকাল ০৪ ঘটিকায় আমি, সন্ত্রাসী আৰু কায়সারের নিকট আমার বাড়ীর তেইশ মাসের বকেয়া ভাড়া প্রদানের অনুরোধ করি এবং আগামী জুন/২০২৩ মাসের ০১ তারিখের মধ্যে আমার ফ্ল্যাট খালি করে দেওয়ার কথা বলি, এই কথা বলার পর আবু কায়সার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সে আমার নিকট দাবী করে যে, এই বাড়ী তার। এর পরের দিন ০৮/০৫/২০১৩ ইং আমার পারভীন আক্তার রুবি আমার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আৰু কায়সার ও তার স্ত্রী, কথিত কন্যা এবং আবু কায়সারের ভাগিনা-ভাতিজাদের নিয়ে গঠিত সন্ত্রাসী বাহিনী আমার স্ত্রী কে শারিরীকভাবে আক্রমন করে। তারা আমার কেয়ার টেকারের কক্ষের দরজা, জানালা ও সিসি টিভির মনিটর ভাংচুর করে ও সিসি টিভির সকল রেকর্ড ধ্বংস করে দেয়। তারা আমার তৃতীয় তলায় আমার ঘরে প্রবেশ করে জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। স্থানীয় লোকজন এগিয়ে আসার পর তারা সটকে পরে।”
তিনি আরো বলেন, “আমার বাসায় হামলা হওয়ার পর আমি আবু কায়সার ও তার সন্ত্রাসী বাহিনীকে আসামী করে থানায় একটি মামলা করি যাহার নম্বর ১০ (০৫) ২৩ ইং । আমার মামলা করার পর আবু কায়সার স্থানীয় মাসুদুর রহমানকে জানায়, আবু কায়সার আমার বাড়ীর মালিক, সে আমার কাছে ৫৪,১৪,০০০/- টাকা পায়। উক্ত মাসুদুর রহমান আমাকে এই সংবাদ জানানোর পর আমি তাকে প্রশ্ন করি, আবু কায়সার কোন মূলে আমার নিকট ৫৪,১৪,০০০/- টাকা পায়, তখন উক্ত মাসুদুর রহমান আমাকে আবু কায়াসারের ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকটি ক্যাশ মেমোর ফটোকপি এনে দেন। আমি দেখতে পাই, এই ক্যাশ মেমো গুলো সম্পূর্ন জাল। এতে আমার স্বাক্ষর নকল করে আমাকে চাপে ফেলে ফ্ল্যাট দখলই আবু কায়সার ও তার সন্ত্রাসী বাহিনীর মূল লক্ষ্য। এ বিষয়ে অবগত হওয়ার পর, আমি আবু কায়সারকে প্রধান আসামী করে জালিয়াতি মামলা দায়ের করি যার মামলা নং ১১৫/২৩।”
বর্তমানে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে আছেন বলে জানান বাড়িওয়ালা। ভাড়াটিয়ার এমন কর্মকাণ্ডে এখন নিজের ফ্ল্যাটে অনেকটা ভাড়াটিয়ার মত বসবাস করছে ভুক্তভোগী ইমরুল হাসান এবং তার পরিবার।