পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের স্পিকার জন বার্কো। সোমবার (৯ সেপ্টেম্বর) পার্লামেন্টে এ ঘোষণা দেন তিনি।
বার্কো বলেন, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর হলে কিংবা আগাম নির্বাচনের আগে স্পিকার এবং সাংসদের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। একই সঙ্গে ১০ বছর ধরে স্পিকারের দায়িত্ব পালনকে সর্বোচ্চ সম্মান ও সুযোগ বলেও অ্যাখ্যায়িত করেন বার্কো।
এদিকে, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় বার্কোকে ধন্যবাদ জানান ব্রিটিশ লেবার পার্টির এমপি বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও রুশনারা আলী। তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন তারা।