বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হলেন রাজা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন রেজাউল করিম রাজা।

বুধবার (১৫ ফেব্রুয়ারী)বিকেলে গণভবনে  আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৮ জন প্রার্থী এর মধ্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজা নাম চূড়ান্ত করা হয়।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।

তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও নারী ভোটার ১ লাখ ১ হাজার ৭২৫ জন।

প্রসঙ্গত,গত ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top