বোয়ালখালীতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আহল্লা দরবার শরীফ।

রবিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে দাশের দিঘির পাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কমর্সূচি নায়েবে সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ খোকন মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম রহিমী,প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,, সাংবাদিক আব্দুল মান্নান, , মো. মনছুর সুজন,  মওলানা মঞ্জুর হোসাইন, মাওলানা  ইলিয়াস আমিরি, মাহিন কাদেরী, মো. আবুল বশর, মো. মোস্তফা মেম্বার। শেখ কামাল মেম্বার,  সাইফুদ্দিন চৌধুরী,, রবিউল হোসেন,গিয়াস উদ্দীন,মোঃ ইউনুস মিয়া প্রমূখ।

এ ছাড়া কাফেলা কমিটি, তরিকতে মাওলা গ্রুপ এর বিভিন্ন শাখা কমিটির ও তারুণ্য কমিটি আশেক বৃন্দ।